Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ এপ্রিল ২০২১

“টিপিং, প্লাকিং ও পোকা-মাকড় দমনের মাধ্যমে চায়ের গুণগতমান বৃদ্ধি” বিষয়ক দিনব্যাপি কর্মশালার আয়োজন


প্রকাশন তারিখ : 2021-04-03

ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল ব্যানারে উন্নত জ্ঞান উন্নত চা এই মোটোকে সামনে রেখে বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট কর্তৃক পাত্রখোলা চা বাগানের দলই ভ্যালি ক্লাব প্রাঙ্গণে অদ্য ৩ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দে চা চাষের সাথে সরাসরি জড়িত টিলা বাবুদের জন্য টিপিং, প্লাকিং ও পোকামাকড় দমনের মাধ্যমে চায়ের গুণগতমান বৃদ্ধি বিষয়ক এক দিনব্যাপি কর্মশালা আয়োজন করা হয়েছে। প্রকল্প উন্নয়ন ইউনিটের ভারপ্রাপ্ত পরিচালক ড. একেএম রফিকুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনু দলই ভ্যালির সার্কেল চেয়ারম্যান ও ব্যবস্থাপক, পাত্রখলা চা বাগান জনাব মোঃ শামছুল ইসলাম। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরআই এর কৃষিতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর তৌফিক আহমদ এবং কীটতত্ত্ব বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটির সার্বিক আয়োজন এবং তত্ত্বাবধানে ছিলেন প্রকল্প উন্নয়ন ইউনিটের সহকারী উন্নয়ন কর্মকর্তা জনাব মোহাম্মদ মনিরুজ্জামান আকন্দ। উক্ত কর্মশালাটি যথাযথ স্বাস্থ্য সুরক্ষা অনুসরণ করে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটির মাধ্যমে বাগানের টিলা বাবুদের টিপিং, প্লাকিং এবং পোকামাকড় দমন ব্যবস্থার উপর হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।