Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ জুলাই ২০২০

“স্ট্যাটিস্টিক্যাল হ্যান্ডবুক অব বাংলাদেশ টি ইন্ডাস্ট্রিজ ২০১৯” বইটি প্রকাশিত হয়েছে।


প্রকাশন তারিখ : 2020-07-14

 

প্রকল্প উন্নয়ন ইউনিট কর্তৃক প্রস্তুতকৃত “স্ট্যাটিস্টিক্যাল হ্যান্ডবুক অব বাংলাদেশ টি ইন্ডাস্ট্রিজ ২০১৯” বইটি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ও বিশ্ব চা শিল্পের তথ্য সম্বলিত বইটিতে বাংলাদেশের চা বাগানগুলোর আয়তন, চা আবাদির পরিমাণ, উৎপাদন, ফলন, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংখ্যা এবং সুবিধা সমূহ, আবহাওয়া ইত্যাদি তথ্যের পরিসংখ্যান সন্নিবেশ করা হয়েছে। আগ্রহীগণ শুভেচ্ছা মূল্যের বিনিময়ে শ্রীমঙ্গলস্থ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট অফিস হতে সংগ্রহ করতে পারবেন।