Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ জুন ২০২১

চট্টগ্রাম অঞ্চলে ১ম জাতীয় চা দিবস’ ২০২১ যথাযোগ্য মর্যাদায় উদযাপন


প্রকাশন তারিখ : 2021-06-04

দেশে প্রথমবারের মত জাতীয় চা দিবস পালন করা হল আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকীতে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে চা শিল্পে তাঁর অসামান্য অবদান ও চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে তাঁর যোগদানের তারিখকে স্মরণীয় করে রাখতে ০৪ জুনকে “জাতীয় চা দিবস” ঘোষণা করেছে সরকার। এ বছর দিবসটির প্রতিপাদ্য হল “মুজিব বর্ষের অঙ্গীকার, চা শিল্পের প্রসার”। ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে একসাথে অনলাইনে যোগ হয়ে চা বোর্ড চট্টগ্রাম কার্যালয়ে জাতীয় চা দিবস উদযাপন কর্মসূচির আয়োজন শুরু করা হয়। বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট এর ভারপ্রাপ্ত পরিচালক ড. এ, কে, এম, রফিকুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব মোহাম্মদ মমিনুর রহমান জেলা প্রশাসক, চট্টগ্রাম। উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম, বান্দরবান ও রাঙ্গামাটি পার্বত্য জেলার চা বাগান মালিক, সিনিয়র প্লান্টারস, ক্ষুদ্রায়তন চা চাষী ও চা ব্যবসায়ী এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত হয়ে দিবসটি প্রাণবন্তভাবে উদযাপনে সহযোগিতা করেন। অনুষ্ঠানটিতে মূল প্রবন্ধ উপস্থাপনকালে ড. এ, কে, এম, রফিকুল হক বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চা শিল্পের অবদানের কথা তুলে ধরেন এবং তিনি উল্লেখ করেন যে, মুক্তিযু্দ্ধের সময় বাংলাদেশের চা বাগানগুলি অনেক ক্ষতিগ্রস্থ হয়। যুদ্ধ বিধ্বস্ত এ দেশের চা শিল্পের পুনরুজ্জীবনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন স্বাধীনতার মহান স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ০৪ জুন ১৯৫৭ সাল থেকে ২৩ অক্টোবর ১৯৫৮ সাল পর্যন্ত তৎকালীন টি বোর্ডের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং তিনিই ছিলেন চা বোর্ডের প্রথম বাঙ্গালি চেয়ারম্যান। উক্ত অনুষ্ঠানে আগত বিভিন্ন স্টেকহোল্ডারগণ জাতীয় চা দিবসের উপর মুক্ত আলোচনায় যার যার পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করেন। প্রধান অতিথির বক্তৃতায় জনাব মোহাম্মদ মমিনুর রহমান জেলা প্রশাসক, চট্টগ্রাম চা শিল্পে বঙ্গবন্ধুর অসামান্য অবদানের কথা স্মরণ করেন এবং তিনি চা শিল্পের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন। এ দিবসটি উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য হতে বিজয়ীদের নাম ঘোষণা করার মাধ্যমে জনাব মোহাম্মদ মমিনুর রহমান তাঁর বক্তব্যের পরিসমাপ্তি টানেন। পরিশেষে সভাপতি সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।